Sunday, March 17, 2013

স্ত্রীঃ সম্পত্তি নয়,সম্পদ - শায়খ আসিম আল-হাকিম

প্রশ্নঃ শায়খ,আমি আমার স্ত্রীকে যাই করতে বলি না কেন,সেটা পালন করা কি তার উপর অত্যাবশ্যকীয় নয়? যেমন,আমি যদি তাকে বসতে বলি,অথবা এভাবে এভাবে চলতে বলি,সেটা পালন করতে সে কি বাধ্য নয়?

উত্তরঃ

প্রথমেই আপনার যেটা বোঝা উচিত,তিনি আপনার "স্ত্রী",আপনার কুকুর নন। সুতরাং, আপনি বসতে বললেই তাঁর বসতে হবে,এমন কোন বাধ্যবাধকতা তাঁর উপর নেই।

গৃহস্থালী যে কোন ব্যাপার,যাতে আপনার ও আপনার পরিবারের উপকার হতে পারে বলে আপনি মনে করেন,এমন কোন বিষয়ে আপনি আপনার স্ত্রীকে কিছু করতে আদেশ দিতেই পারেন। কিন্ত তাই বলে তিনি এমন কিছু করতে বাধ্য নন,যাঁতে তাঁর ক্ষতি হতে পারে,অথবা তাঁর জন্য অপমানজনক হতে পারে।

আর "শুধুমাত্র" তাঁকে নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করতেই একের পর এক আদেশ দিয়ে যাওয়া,এটা ইসলাম কোনভাবেই সমর্থন করে না।

- শায়খ আসিম আল-হাকিম।

মন্তব্যঃ

বাবা সামী,সবার আগে এটা নিজের মাথায় ঢুকিয়ে রাখো!!!

No comments:

Post a Comment