Tuesday, March 5, 2013

হিজাবের অপব্যাখ্যা

আমার হোমপেজে একটা ছবি দেখলাম।

ছবিটা simple,একজন "আধুনিক" বাংলাদেশি বধূর। লাল (বা গোলাপি) শাড়ি পরা,কড়া মেকআপ ("ফর্সা না হয়ে যাবি কই?" টাইপ) এবং কয়েক ভরি গহনায় মোড়া দেহ।

শুধু একটা পার্থক্য আছে।

তিনি এক টুকরো কাপড় দিয়ে মাথার চুল ঢেকে রেখেছেন।

এবং ছবির ক্যাপশনঃ Bride "in hijab"!!!

ফলাফলঃ

আর কী,ধুমায়া লাইক এবং শেয়ার! "সুবহানাল্লাহ","মাশাআল্লাহ","♥" কমেন্ট তো আছেই!

আর এই রকম একটা শেয়ারের কারণেই আমার হোমপেজে ছবিটার আবির্ভাব।

ছবিটা দেখার পর মনের অনুভূতি কী ছিল,তা আর বলতে চাই না। তবে মনে হয়,ভবিষ্যতে এই জিনিসগুলো দেখারও মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবেঃ

☼ X-Channel Y Superstar Contest "in hijab".

☼ P-Channel R Model Hunt "in hijab".

☼ Swimsuit Contest "in hijab".

☼ Bed Scene "in hijab".

সমস্যা কী? এক টুকরো কাপড় দিয়ে চুল ঢেকে রাখাই তো হিজাব,তাই না???

No comments:

Post a Comment