অনেকেই
আমার কাছে বিশ্ব হিজাব দিবস সম্পর্কে জানতে চাচ্ছেন। তারা বলছেন, মুসলিম
মহিলারা কেন হিজাব করেন আর এটার প্রয়োজনীয়তাটাই বা কী, এই দিনে এ সম্পর্কে
সচেতনতা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়।
যেহেতু এই দিনটা পালনের উদ্দেশ্য হল মানুষকে হিজাব সম্পর্কে জানানো এবং মুসলিম মহিলাদের হিজাব পালনের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করা, তাই এই দিবস উদযাপনে কোন অসুবিধা নেই।
তবে, এটা কখনোই কোন মাসের কোন নির্দিষ্ট দিনে উদযাপন করা যাবে না। কারণ তাতে এর সাথে ঈদের সাদৃশ্যতা এসে যাবে। তখন এটাও মা দিবস বা মে দিবসের মত হারাম বলে পরিগণিত হবে।
- শায়খ আসিম আল-হাকিম।
যেহেতু এই দিনটা পালনের উদ্দেশ্য হল মানুষকে হিজাব সম্পর্কে জানানো এবং মুসলিম মহিলাদের হিজাব পালনের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করা, তাই এই দিবস উদযাপনে কোন অসুবিধা নেই।
তবে, এটা কখনোই কোন মাসের কোন নির্দিষ্ট দিনে উদযাপন করা যাবে না। কারণ তাতে এর সাথে ঈদের সাদৃশ্যতা এসে যাবে। তখন এটাও মা দিবস বা মে দিবসের মত হারাম বলে পরিগণিত হবে।
- শায়খ আসিম আল-হাকিম।
No comments:
Post a Comment