Tuesday, March 5, 2013

অমর একুশে বইমেলা আর কিছু ব্যক্তিগত অনুভূতি

ফেব্রুয়ারি মাস সবসময় আমার কাছে ছিল স্পেশাল একটা মাস। না ,"বসন্ত উৎসব" বা "ভ্যালেন্টাইনস ডে"-এর জন্য নয় (কখনো গার্লফ্রেন্ড ছিল না ,বুঝতেই পারছেন)! শুধুমাত্র একটা কারণ ,আর সেটা হল অমর একুশে বইমেলা!!!

অহংকার করব না ,তবে বইমেলায় আমি যেতাম বই কিনতেই ,বন্ধুদের সাথে ঘুরতে নয়।

জ্ঞান-বুদ্ধি হবার পর থেকে ,কখনো একটা বইমেলাও মিস করি নি। শুধুমাত্র কলেজের ফার্স্ট ইয়ারে থাকাকালীন চিকেন পক্স হবার কারণে সে বছরের মেলাতে যেতে পারি নি। কী যে কষ্ট পেয়েছিলাম সে বার!!!

এমন কোন বইমেলা ছিল না যে মেলায় আমি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করি নি ,এবং সর্বনিম্ন ৪০-টার নিচে বই কিনি নি! গত বছরও এর ব্যতিক্রম ছিল না!

আল্লাহর অসীম দয়া আর রহমতে,আমি পরিপূর্ণভাবে ইসলামকে বুঝতে শুরু করি তারপর থেকে ,অল্প অল্প করে।

অবাক হয়ে একটা জিনিস তখন খেয়াল করলাম!

এই বইমেলার বইগুলো আমাকে কখনো শিখায় নি ,আমার এই পার্থিব জীবন একটি পরীক্ষার হল। আমি এখানে পরীক্ষা দিতে এসেছি ,আনন্দ করতে নয়।

এই বইগুলো থেকে আমি কখনো শিখি নি ,at the very end,আমি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ ছাড়া আর কিছুই না!!!

এই বইগুলো ,কখনো আমাকে এই নামগুলো শিখায় নি:

- শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা  [যাঁর সম্পর্কে সবচেয়ে বিখ্যাত উক্তি হল ,তিনি যে হাদীস জানতেন না ,তা হাদীসই না!]

- ইমাম ইবনুল কায়্যিম  [যাঁকে বলা হয় "শামসুদ্দিন" - দ্বীন ইসলামের সূর্য]

- শায়খ ইবনে উসাইমীন,শায়খ আল-আলবানী,শায়খ বিন বায [যাঁরা এ যুগের সবচেয়ে জ্ঞানী তিনজন শাইখ,যাঁদের ফতোয়া ছাড়া বর্তমান যুগে সহীহভাবে ইসলাম পালন প্রায় অসম্ভব]

খুব ভালভাবে এখন বুঝতে পারি ,কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন ,

হে আল্লাহ,আমাকে সেই জ্ঞান থেকে বাঁচিয়ে রাখ ,যে জ্ঞান আমার কোন কাজে আসে না। [তিরমিযী,দাওয়াত,৬৮]

যে কারণেই সিদ্ধান্ত নিয়েছি ,ইনশাআল্লাহ ,বাকী জীবন অনর্থক বই পড়া ও কেনা থেকে যতদূর সম্ভব দূরে থাকব।

রাসুল (সাঃ) বলেনঃ আল্লাহ তা‘আলা বলেছেন,

হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরী কর ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। [তিরমিযী : ২৬৫৪; ইবন মাজা : ৪১০৭]

No comments:

Post a Comment