আজ মাগরিবের নামাযে আমাদের আহলে হাদীস মসজিদের একজন নিয়মিত মুসল্লি,তাঁর মেয়েকে নিয়ে নামায পড়তে এসেছিলেন।
বাচ্চাকাচ্চাদের বয়স আন্দাজে আমি বরাবরই গাধা টাইপ (অন্য যে কোন কাজকর্মের মতই),আর মেয়েবাচ্চা হলে তো কথাই নাই! তারপরও,আন্দাজে,মেয়েটার বয়স,দুই-আড়াই বছর হবে।
স্বভাবতই,এই বয়সী কোন বাচ্চার জামাতকে follow করার কথা না,সেও করছিল না।
কিন্ত নিজের মনমত রুকু,সিজদাহ,জালসা-এ ইস্তিরাহাহ করছিল,আর শেষ বৈঠকও করল!
বাচ্চাটার এই সব কাজকর্ম দেখে,একটা কথা মনে হল।
প্রায় সময়ই,আমরা পুরুষেরা নারীদের accuse করি,তাঁরা ঠিকমত নামায পড়েন না,কুরআন-হাদীস পড়লেও মানতে চান না,হিজাব পরলেও তা শুধু পরার মধ্যেই সীমাবদ্ধ থাকে,ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
একটা জিনিস কি আমরা খেয়াল করি?
আমরা ছেলেরা,at least,সপ্তাহে এক দিন হলেও (and of course I'm meaning Friday Jummah) মসজিদে যাই (অথবা যেতে বাধ্য হই,মা-বাবার চাপে)। যার ফলে,নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও,ইমাম সাহেবের খুতবার কয়েকটা শব্দ কানে কিন্ত ঠিকই ঢোকে।
আর অনেকেই ছেলেবাচ্চাদের শুক্রবারে মসজিদে নিয়ে যান,আর বাচ্চাদের স্বভাব অনুযায়ী,ওরা আমাদের অনুকরণ করতে থাকে। ফলে ভিতরে ভিতরে,নামায পড়ার একটা তাগিদ কিন্ত তৈরি হয়ে যায়।
এই সুযোগটা কিন্ত মেয়েদের জন্যও ইসলামে দেওয়া আছে। এমন কী,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হাদীস আছে,মেয়েদের মসজিদে যেতে বাধা না দিতে (অবশ্যই কিছু শর্ত যদি তাঁরা লঙ্ঘন না করেন)।
তাহলে,এই সুযোগটা সরিয়ে নিয়ে,তাঁদের এই কাজকর্মের দায়ভার কি কিছুটা আমাদের উপরও পরছে না?
বাচ্চাকাচ্চাদের বয়স আন্দাজে আমি বরাবরই গাধা টাইপ (অন্য যে কোন কাজকর্মের মতই),আর মেয়েবাচ্চা হলে তো কথাই নাই! তারপরও,আন্দাজে,মেয়েটার বয়স,দুই-আড়াই বছর হবে।
স্বভাবতই,এই বয়সী কোন বাচ্চার জামাতকে follow করার কথা না,সেও করছিল না।
কিন্ত নিজের মনমত রুকু,সিজদাহ,জালসা-এ ইস্তিরাহাহ করছিল,আর শেষ বৈঠকও করল!
বাচ্চাটার এই সব কাজকর্ম দেখে,একটা কথা মনে হল।
প্রায় সময়ই,আমরা পুরুষেরা নারীদের accuse করি,তাঁরা ঠিকমত নামায পড়েন না,কুরআন-হাদীস পড়লেও মানতে চান না,হিজাব পরলেও তা শুধু পরার মধ্যেই সীমাবদ্ধ থাকে,ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
একটা জিনিস কি আমরা খেয়াল করি?
আমরা ছেলেরা,at least,সপ্তাহে এক দিন হলেও (and of course I'm meaning Friday Jummah) মসজিদে যাই (অথবা যেতে বাধ্য হই,মা-বাবার চাপে)। যার ফলে,নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও,ইমাম সাহেবের খুতবার কয়েকটা শব্দ কানে কিন্ত ঠিকই ঢোকে।
আর অনেকেই ছেলেবাচ্চাদের শুক্রবারে মসজিদে নিয়ে যান,আর বাচ্চাদের স্বভাব অনুযায়ী,ওরা আমাদের অনুকরণ করতে থাকে। ফলে ভিতরে ভিতরে,নামায পড়ার একটা তাগিদ কিন্ত তৈরি হয়ে যায়।
এই সুযোগটা কিন্ত মেয়েদের জন্যও ইসলামে দেওয়া আছে। এমন কী,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হাদীস আছে,মেয়েদের মসজিদে যেতে বাধা না দিতে (অবশ্যই কিছু শর্ত যদি তাঁরা লঙ্ঘন না করেন)।
তাহলে,এই সুযোগটা সরিয়ে নিয়ে,তাঁদের এই কাজকর্মের দায়ভার কি কিছুটা আমাদের উপরও পরছে না?
No comments:
Post a Comment