গতকাল রাতে একটা "রমাযানের হালখাতা" নামে একটা লেখা লিখেছিলাম। সেখানে প্রথমেই বলেছিলাম যে জান্নাতের দরজাগুলো খোলা এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে।
এই অংশটুকু নিয়েছিলাম নোমান আলী খানের একটি লেকচার থেকে,যেখানে তিনি সূরা সা-দের ৪৯ এবং ৫০ আয়াত আর সূরা আয-যুমারের ৭১ এবং ৭৩ আয়াত উল্লেখ করে এই ব্যাখ্যা উপস্থাপন করেছেন।
পরবর্তীতে জানতে পারলাম,আসলে তাঁর করা এই তাফসীর কোন renowned তাফসীর গ্রন্থে নেই।
সেই কারণেই সেই লেখাটি আমার ব্লগ এবং ফেসবুক পোস্ট থেকে ডিলিট করে দিয়েছি।
আল্লাহর কাছে প্রার্থনা,তিনি যেন আমার এই অনিচ্ছাকৃত ভুল মাফ করেন,এবং প্রকৃত সালাফী স্কলার বাদে অন্য কারো তাফসীর পরবর্তীতে গ্রহণ না করার তাওফীক দেন,আমীন।
এই অংশটুকু নিয়েছিলাম নোমান আলী খানের একটি লেকচার থেকে,যেখানে তিনি সূরা সা-দের ৪৯ এবং ৫০ আয়াত আর সূরা আয-যুমারের ৭১ এবং ৭৩ আয়াত উল্লেখ করে এই ব্যাখ্যা উপস্থাপন করেছেন।
পরবর্তীতে জানতে পারলাম,আসলে তাঁর করা এই তাফসীর কোন renowned তাফসীর গ্রন্থে নেই।
সেই কারণেই সেই লেখাটি আমার ব্লগ এবং ফেসবুক পোস্ট থেকে ডিলিট করে দিয়েছি।
আল্লাহর কাছে প্রার্থনা,তিনি যেন আমার এই অনিচ্ছাকৃত ভুল মাফ করেন,এবং প্রকৃত সালাফী স্কলার বাদে অন্য কারো তাফসীর পরবর্তীতে গ্রহণ না করার তাওফীক দেন,আমীন।
No comments:
Post a Comment