Friday, August 23, 2013

HOW FUNNY

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুল খুওয়াইসিরা বেয়াদবি করে চলে যাচ্ছিল,তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন,যুল খুওয়াইসিরার অনুগামীরা ইসলামের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে যাবে। আর তিনি ঘোষণা করেছিলেন,তিনি যদি তাদেরকে পান,সামূদ জাতির মত এই সম্প্রদায়কে হত্যা করে নিশ্চিহ্ন করে দেবেন। পরবর্তীতে এই নির্দেশও তিনি দিয়ে যান,যেখানেই তাদেরকে পাওয়া যায়,তাদেরকে হত্যা করতে,কারণ তাদের হত্যা করলে পুরষ্কার রয়েছে।

আমরা সবাই জানি,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে পান নি। পেয়েছিলেন আলী রাযিআল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা।

এই খারেজিরা অনেক সাহাবীসহ বহু মুসলিমকে বিনা বিচারে "কাফির" আখ্যায়িত করে হত্যা করেছে।

সাহাবীরাও কি তাই করেছিলেন?

না,তা তাঁরা করেন নি। বরং যুদ্ধের ময়দান ব্যতীত কোন খারেজিকে হত্যা করা তো দূরের কথা,তাঁরা তাদের সাথে মিশেছেন,সালাম বিনিময় করেছেন,এমন কী তাদের ইমামতিতে নামায পর্যন্ত পরেছেন।

এর মানে কী,সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মানেন নি,খারেজিদের সাথে আপোষ করেছেন (নাউযুবিল্লাহ মিন জালিক)?

মোটেই তা না। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের নির্ভরযোগ্যতার সংজ্ঞা দিয়ে গেছেন। আর তাঁরা যেভাবে ইসলাম বুঝেছেন,সেটাই প্রকৃত ইসলাম।

তাই সালাফী আলেমগণ সব সময় চেষ্টা করেন,কোন একটা ঘটনার প্রেক্ষিতে সালাফগণ কী ব্যাখ্যা দিয়ে গেছেন,বা কী কাজ করেছেন,সেটা অনুযায়ী similar কোন পরিস্থিতিকে ব্যাখ্যা করতে,ঐ অনুযায়ী ফতোয়া দিতে।

যাদের তাফসীরসহ পুরো কুরআন মুখস্থ,লক্ষ লক্ষ হাদীস সনদ সহ মুখস্ত,জিজ্ঞাসা করলেই যাঁরা মনে দিতে পারেন এই হাদীস সহীহ,ঐ হাদীস হাসান,ঐ হাদীস যঈফ,ঐ হাদীস জাল,তাঁরাও নিজেরা কোন ফতোয়া দেওয়ার আগে দেখেছেন সালাফদের ব্যাখ্যা কী,তারপরই ফতোয়া দিয়েছেন!

আর এখন,একদল মুসলিম,তাঁরা এই সকল সম্মানিত শায়খদের judge করেন। তাঁরা বলেন,"এই এই" বিষয়ে সালাফী আলেমগণের কথা মানা যেতে পারে,আর "ঐ ঐ' বিষয়ে মানা যাবে না! আর একদল তো মাশাআল্লাহ,তাঁদের চোখে এই সম্মানিত ব্যক্তিবর্গ "দরবারী আলেম" ছাড়া কিছুই নন।

অথচ,এই "বিজ্ঞ" ব্যক্তিরা মাত্র একটা হাদীসের authenticity judge করতে সক্ষম নন!

তায়াম্মুম নিয়ে একটা প্রসিদ্ধ হাদীস আমরা প্রায় সবাই জানি,যেখানে জাবের রাযিআল্লাহু আনহু বর্ণনা করেছিলেন যে এক লোক মাথায় আঘাত পাওয়ার পর যার স্বপ্নদোষ হয়ে যায়,কিন্ত তাঁর সঙ্গীগণ তাঁকে গোসল করতে বলেন। যার ফলে তিনি মারা যান।

এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছানোর পর তিনি কী বলেছিলেন,মনে আছে?

"ওরা ওকে মেরে ফেলল,আল্লাহ ওদেরকে ধ্বংস করুন! ওরা যদি না জানত,তাহলে জেনে কেন নেয় নি? অজ্ঞতার ওষুধ তো প্রশ্নই।"

কুরআনে আল্লাহও বলে দিয়েছেন,যদি আমরা না জানি,তাহলে যাঁরা জানেন,তাঁদের কাছ থেকে যেন জেনে নিই।

এভাবে প্রচুরভাবে আলেমদের আল্লাহ ও তাঁর রাসূল আলেমদের সম্মানিত করে গেছেন।

আর যখন এই "বিজ্ঞ" ব্যক্তিবর্গ,যাঁরা একটি হাদীসের সনদ যাচাই তো দূরের কথা,বই না দেখে বা নেট না ঘেঁটে হাদীসটা কোন কোন বইয়ে আছে,এটুকুই বলতে পারেন না,আবার সম্মানিত আলেমদের judge করতে আসেন,তখন একটা কথাই বলতে ইচ্ছা করে।

HOW FUNNY!!!




No comments:

Post a Comment