Thursday, August 22, 2013

চলো পাল্টাই - শায়খ আসিম আল হাকিম

বর্তমানে পৃথিবীর যে প্রান্তেই তাকাই না কেন,দেখি মুসলিমদের উপর চলা একের পর এক নির্যাতনের দৃশ্য। দেখে মনে হয়,এটা যেন সকলের দৈনন্দিন কাজের অংশ!

দুনিয়ার মানুষ মিয়ানমারের মুসলিমদের কথা এখন ভুলে গেছে। কেউই জানে না,ইরাকের সুন্নি মুসলিমদের এখন কী অবস্থা।

যখন সিরিয়ায় "আরব বসন্তের" ছোঁয়া এসে লাগে,তখন ফিলিস্তিন সংকট দৃশ্যপট থেকে হারিয়ে যায়। আবার যখন মিসরে মিলিটারি ক্যু আর সেনা অভিযান সংঘটিত হয়,তখন আমরা সিরিয়ার কথা ভুলে যাই।

আর আজকের ব্রেকিং নিউজ,"সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা,হাজার লোকের মৃত্যু।"

আজ বিকেলে একজন মিসরীয় ভাই আমাকে প্রশ্ন করলেন,"কেন আল্লাহ এ সব হতে দিচ্ছেন?"

প্রথমত,আল্লাহর প্রতি এমন অভিযোগ কুফরীর দিকে ঠেলে দিতে পারে! সুতরাং,বেঁফাস কোন কথা বলা থেকে সাবধান হোন।

যাই হোক,কুরআনে আল্লাহ কিন্ত বলেই দিয়েছেন,"আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বোঝাপড়া করতেন৷ কিন্তু (তিনি এ পন্থা গ্রহণ করেছেন এ জন্য) যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন৷"

যা ঘটছে,তার সবকিছুই আমাদের জন্য পরীক্ষাস্বরূপ। আল্লাহ খুব সহজেই এ সবকিছু শেষ করে দিতে পারেন। একটু নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আসা বন্যার দিকে খেয়াল করুন। সাথে মনে করুন আদ জাতির উপর আসা ভয়ংকর প্রলয়ংকরী মরু ঝড় আর সামূদ জাতির উপর আকাশ থেকে নেমে আসা বজ্র আওয়াজের কথা। 

তিনিই আল্লাহ,যিনি সর্বশক্তিমান,মহা প্রতাপশালী,প্রজ্ঞাময়। আমরা তাঁর কাছ থেকেই এসেছি,আর তাঁর কাছেই আমাদের প্রত্যার্পন।

অতএব,আসুন নিজেদের পাল্টাই,যাতে তিনি তাঁর অসীম দয়া আর করুণায় আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবর্তন করে দেন।

তা না হলে,আমাদের চারপাশে যা কিছু ঘটছে,তা খুব সহজেই আমাদের সাথেও ঘটা শুরু হতে পারে।

- শায়খ আসিম আল-হাকিম।

No comments:

Post a Comment