আল্লাহ দিন ও রাত তৈরি করেছেন।
আপনার জীবন যদি বর্তমানে রাতের মত ঘুটঘুটে আঁধারে ঢাকা থাকে,ধৈর্য ধরুন। কারণ,রাত শেষ হলে প্রত্যেক ভোরেই সূর্য উঠে।
আর যদি বর্তমানে আপনার জীবন দিনের আলোর মত উজ্জ্বল হয়,তাহলে তাঁর প্রতি কৃতজ্ঞ হোন। আর খুশিতে উন্মত হওয়ার আগে ভেবে নিন,সূর্য কিন্ত প্রতি সন্ধ্যাতেই ডুবে যায়!
আর সর্বোপরি,দিন ও রাতের আবর্তনের মত এ জীবনের জন্য,প্রতি মুহূর্তে,তাঁর প্রশংসা করুন।
আর জেনে রাখুন,সব জিনিসের শেষ থাকলেও,তাঁর কিন্ত শেষ নেই! তিনি অনাদি,অনন্ত।
- ইয়াসমিন মোজাহেদ।
Courtesy : পড়ন্ত বিকেল।
আপনার জীবন যদি বর্তমানে রাতের মত ঘুটঘুটে আঁধারে ঢাকা থাকে,ধৈর্য ধরুন। কারণ,রাত শেষ হলে প্রত্যেক ভোরেই সূর্য উঠে।
আর যদি বর্তমানে আপনার জীবন দিনের আলোর মত উজ্জ্বল হয়,তাহলে তাঁর প্রতি কৃতজ্ঞ হোন। আর খুশিতে উন্মত হওয়ার আগে ভেবে নিন,সূর্য কিন্ত প্রতি সন্ধ্যাতেই ডুবে যায়!
আর সর্বোপরি,দিন ও রাতের আবর্তনের মত এ জীবনের জন্য,প্রতি মুহূর্তে,তাঁর প্রশংসা করুন।
আর জেনে রাখুন,সব জিনিসের শেষ থাকলেও,তাঁর কিন্ত শেষ নেই! তিনি অনাদি,অনন্ত।
- ইয়াসমিন মোজাহেদ।
Courtesy : পড়ন্ত বিকেল।
No comments:
Post a Comment