Sunday, July 28, 2013

হতাশা ও আশা

রাস্তাঘাটে বের হলে তো মাথা সোজা রেখে চলা যায় না,মাথাটা নিচু রেখেই চলতে হয়। মাঝেমধ্যে হাঁপিয়ে গেলে একটু আকাশের দিকে তাকিয়ে থাকি। কিন্ত গত কিছুদিন মাথাটা উঁচু করে যা দেখি,তাতে এই কাজটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।

কী দেখি জানেন?

কোন একটা সোনার গহনার কোম্পানির ছোট ছোট বিলবোর্ড, যাতে একজন মডেল একটা লকেটের "বিজ্ঞাপন" করছেন।

তাঁর কাঁধ থেকে বুকের উপর পর্যন্ত,অনাবৃত।

যতবার এই বিলবোর্ডটা চোখে পরে,ঘৃণায় মুখ ফিরিয়ে নিই,আর চিন্তা করি,এখানে আসল পণ্য কোনটা? লকেটটা,না কি লকেটের মডেল?

ইসলামিক হিজাবকে একপাশে সরিয়ে রেখেই বলি,আমাদের দেশে,"এখনও",মেয়েরা যে ধরণের অনুষ্ঠানে সোনার গহনা পরেন,তাতে তাঁরা normally  শাড়ি পরে থাকেন,এবং সেই শাড়ির কোন অংশে এই টাইপ কোন পোশাক থাকে না,যাতে কাঁধ থেকে বুকের উপরের অংশ অনাবৃত থাকে।

তাহলে,মডেলের উন্মুক্ত দেহাংশ দেখানোর মাধ্যমে কোম্পানির নামটা প্রচার করা ব্যতীত আর কোন যুক্তিতে এ রকম বিলবোর্ড বানানো হতে পারে,তা জানতে রোকেয়া প্রাচী  আর সুলতানা কামালের কাছে যাওয়া ব্যতীত আর কোন ভাল উপায় আপাতত খুঁজে পাচ্ছি না।

অফ টপিক :

আমার ইসলামপূর্ব জীবনে, আমার আম্মুর সাথে একটা বাজি ধরেছিলাম। 

বাজিটা ছিল যে,যদি আমার আম্মু, আমার জন্য এমন একজন বউ আনতে পারেন, যিনি এই যুগেও,বিয়ের আগে,কোন রিলেশনশিপে ছিলেন না,তাহলে "কবুল" বলার আগে আমি এক চামচ মাটি খাব!!!

এই চরম ফিতনার যুগেও, ফেসবুকে যখন ইসলাম নিয়ে সচেতন, সঠিকভাবে দ্বীন পালনে সচেষ্ট অনেক মুসলিমাহদের দেখি,তখন মনে হয়, most probably, মাটি খাওয়াটা কপালেই আছে!!!

সত্যি কথা বলতে,মাটি খেতে আসলেই উন্মুখ হয়ে আছি!!!!!


No comments:

Post a Comment