Sunday, September 29, 2013

সাঈদ ইবনে আবী ওয়াক্কাসকে উদ্দেশ্য করে উমার রাযিআল্লাহু আনহুর নির্দেশ

"আমি জোর নির্দেশ দিচ্ছি,প্রতিটি ক্ষেত্রে,তুমি এবং তোমার অধীনস্ত সৈন্যরা যেন আল্লাহকে ভয় করে। কারণ শত্রুদের মুখোমুখি হবার সবচেয়ে ভাল উপায় এবং যুদ্ধে সবচেয়ে ভাল পরিকল্পনা হচ্ছে আল্লাহর ভয়। আমি আদেশ দিচ্ছি,তুমি এবং তোমার সৈন্যরা যেন পাপের ব্যাপারে তোমাদের শত্রুদের চেয়ে বেশি সতর্ক থাকে,কারণ কোন সৈন্যদলের পাপ তাদের জন্য তাদের শত্রুদের চেয়ে বেশি ভয়ংকর। আর মুসলিমরা শুধুমাত্র একটি কারণেই আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়,আর সেটা হল তাদের শত্রুদের আল্লাহর প্রতি অবাধ্যতার কারণে।"

- উমার রাযিআল্লাহু আনহু (সাঈদ ইবনে আবী ওয়াক্কাসকে উদ্দেশ্য করে)

["আল-ফারূক উমার ইবনে আল-খাত্তাব",মুহাম্মাদ রাশিদ রিবা,পৃষ্ঠা ১১৯]

No comments:

Post a Comment