Friday, September 20, 2013

চলো পাল্টাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে হিজাব নিষিদ্ধ করার পর মুসলিমদের আবার ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা গিয়েছে। প্র্যাকটিসিং মুসলিমরা তো আছেনই,মডারেট মুসলিমদের অনেকেই ব্র্যাক ইউনিভার্সিটির এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে লিখছেন,প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। সকল প্রশংসা আল্লাহর। আসলেই শয়তানের চক্রান্ত দুর্বল,আর আল্লাহই প্রকৃত কৌশলী।

এবার আমি একটু অন্যদিকে দৃষ্টি ফেরাই।

একটি মুসলিম অধ্যুষিত দেশে,একটা প্রাইভেট ইউনিভার্সিটি এত বড় ঘটনা ঘটানোর যে সাহসটা পেল,এটার পিছনে কি আমরাই দায়ী না?

আমাদের early generation,অর্থ্যাৎ আমাদের বাবা-মা,ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেন,"তোমাদের অনেক বড় হতে হবে,এদের এদের মত!" আর উদাহরণ হিসেবে উঠে আসে কিছু প্রকাশ্য ও অপ্রকাশ্য সেক্যুলারদের নাম!

দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয নামায,যে মুসলিম আদায় করে না,সহীহ ধারণা মতে সে মুসলিমই না! আর এক ওয়াক্ত ফরয নামায ইচ্ছাকৃতভাবে না পড়া হল কুফরী। কিন্ত আমাদের আশেপাশের "মুসলিম"-দের দেখলে মনে হয়,এই পাঁচ ওয়াক্ত নামায ফরয তো দূরের কথা,সুন্নাতও না,নফল! মন চাইলে পড়ব,মন না চাইলে পড়ব না।

ইসলামে নারী-পুরুষের অবাধ মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কী মসজিদ নামায পড়ে বের হওয়ার সময়েও যেন পুরুষ ও মহিলা সাহাবীরা একত্রে না মিলেমিশে চলেন,তার আদেশ জারি করেছিলেন। আর বর্তমানের ইয়াং জেনারেশন মুসলিমরা তো মনে হয় ফ্রি মিক্সিংকে পাপ তো দূরের কথা,মাকরূহও বলে মনে করেন না!

আর ভাইয়েদের কাছে তো নিয়মিত শেভ না করলে আর গোড়ালীর নিচে প্যান্ট না ঝুলালে তো নিজেদের স্মার্টই মনে হয় না! মডারেট আপুদের কথা আর কী বলব? যাঁরা হিজাব করেন না তাঁদের কথা না-ই বলি,যাঁরা হিজাব করেন,তাঁদের মধ্যে এমন একটা দলের উদ্ভব ঘটেছে যে কোন একটা উৎসব বা ফ্যামিলি ফাংশন সামনে আসুক,আর কী চাই,হিজাবের থোড়াই কেয়ার করে মেকআপ দিয়ে সেই ফাংশনে "সক্রিয়ভাবে" অংশগ্রহণ করেন,আর ফেসবুকে সেই ছবি আপলোড দেন! আল্লাহু আকবার!!!

এই লিস্ট চলতেই থাকবে,চলতেই থাকবে,শেষ কখন হবে তা একমাত্র আল্লাহই বলতে পারবেন।

যাই হোক,এইভাবে নিজেদের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে,নিজেদের "আধুনিক" হিসেবে প্রমাণ করার প্রাণান্তকর চেষ্টায় আমরা লিপ্ত থাকব,আর ইসলামের শত্রুরা বসে বসে আঙ্গুল চুষবে???

উমার রাযিআল্লাহু আনহু ঠিক এই আশংকাই ব্যক্ত করেছিলেন এভাবে,

"আমি সেই দিনের ভয় করি,যেদিন কাফিররা তাদের মিথ্যা নিয়ে গর্বিত হবে,আর মুসলিমরা তাদের বিশ্বাসের জন্য লজ্জিত হবে।"

ভাই/আপু,সত্যি সত্যি চান,ইসলাম আবার দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত হোক? নির্বিঘ্নে প্রতিটি মুসলিম তাদের নিজ নিজ ritual বাধাহীনভাবে পালন করুক?

আসুন নিজেদের পাল্টাই। ইসলামকে বুঝি। সঠিকভাবে ইসলাম পালন করি,১০ ভাগ ইসলাম নয়,২০ ভাগ নয়,৫০ ভাগ নয়,১০০ ভাগ ইসলাম!

দেখবেন,আল্লাহই তাঁর অসীম দয়া আর করুণায় আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবর্তন করে দেবেন। তিনিই সর্বশক্তিমান,মহা প্রতাপশালী,প্রজ্ঞাময়। আমরা তাঁর কাছ থেকেই এসেছি,আর তাঁর কাছেই আমাদের প্রত্যার্পন।

যেমনটা বলেছেন শাইখ আবদুর রাহীম ম্যাককার্থি,

"আমরা শাইখ আল-আলবানীর কাছে ইমাম হাসান আল-বান্নার বলা একটি কথা শিখেছিলাম --

আপনাদের অন্তরের জগতে ইসলামের শাসনকে প্রতিষ্ঠা করুন, তাহলে আল্লাহ সারা পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করে দেবেন।"

No comments:

Post a Comment