Friday, September 27, 2013

অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ

☛ সহীহ মুসলিম, হাদীস #৪৫৫৪

হুদাইফাহ রাযিআল্লাহু আনহু একটি দীর্ঘ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন,"ভবিষ্যতে এমন কিছু শাসক আসবে যারা না আমার নির্দেশ অনুসরণ করবে,না অনুসরণ করবে আমার সুন্নাত। এমন কী তাদের মধ্যে এমনও লোক থাকবে যাদের দেহ থাকবে মানুষের,কিন্ত মন হবে শয়তানের।" হুদাইফাহ রাযিআল্লাহু আনহু প্রশ্ন করলেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাদের পাই,আমি কী করব?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,"তুমি শাসকের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। এমন কী সে যদি তোমার পিঠে চাবুক দিয়ে পেটায় আর তোমার ধনসম্পদ বাজেয়াপ্ত করে,তারপরও তুমি তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে।"

☛ সহীহ মুসলিম, হাদীস #৪৫২৪

আবু হুরাইরাহ রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,"দুর্দশা এবং সমৃদ্ধিতে,সুখে এবং দু:খে,এমন কী যখন অন্য কাউকে তোমাদের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়,সে সময়েও শাসকের আনুগত্য করা তোমাদের জন্য ফরয।"

☛ সহীহ মুসলিম, হাদীস #৪৫৫১

আলকামাহ ইবনে ওয়ালি আল-হাদরামী তাঁর পিতা বর্ণনা করেন, সালামাহ ইবনে ইয়াজিদ আল-জুয়াফী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন, "ইয়া রাসূলুল্লাহ। যদি আমরা এমন শাসকের সম্মুখীন হই,যারা আমাদের কাছে এটাই দাবি করে যে আমরা যেন তাদের প্রতি আমাদের দ্বায়িত্ব পালন করি,কিন্ত তারা আমাদের প্রতি তাদের দ্বায়িত্ব পালন করে না,এদের ব্যাপারে আপনি কী মনে করেন? সে অবস্থায় আপনি কী ব্যবস্থা গ্রহণ করতে আমাদের আদেশ করেন?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন উত্তর দেওয়া থেকে বিরত থাকলেন। সালামাহ আবার তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একই প্রশ্ন করলেন। তিনি আবারও উত্তর দেওয়া থেকে বিরত থাকলেন। সালামাহ আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একই প্রশ্ন করলেন। দ্বিতীয় অথবা তৃতীয়বার,আশআত ইবনে কায়েস (বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উত্তর দেওয়ার জন্য জোর করা হচ্ছে, যার জন্য তিনি) সালামাহকে টেনে এক পাশে সরিয়ে আনলেন এবং বললেন, "তাদের কথা শুনবে এবং তাদের আনুগত্য করবে। কারণ তাদের বোঝা তাদের আর তোমাদের বোঝা তোমাদের (অর্থ্যাৎ তারা তাদের দ্বায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এবং তোমরা তোমাদের দ্বায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে)।"

Courtesy : My best friend Shaykh Abid.


No comments:

Post a Comment