আমার
মনে হয়,ফ্রি উইল (Free Will) মানুষকে দেওয়া আল্লাহর সবচেয়ে বড় একটা নিআমত।
সাথে সাথে মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষাও এই ফ্রি উইল।
চারপাশে যথেষ্ট পরিমাণ প্রমাণ,যথেষ্ট পরিমাণ সাক্ষ্য-উপাত্ত,তারপরও "আমি মনে করি","আমার মনে হয়","আমি এটা বিশ্বাস করি" - এই সব কিছুর মূলে হল এই ফ্রি উইল।
এমন কী,mutual কোন conversation-য়ের সময়,সব যুক্তিপ্রমাণ আগাগোড়া নিজের মতের বিরুদ্ধে হলেও "আমি মানব না",এটাও ফ্রি উইল।
আচ্ছা,চোর-ডাকাতেরও তো ফ্রি উইল আছে,তাই না?
এমন কী,তাদের চুরি-ডাকাতের পিছনেও কিন্ত শক্ত লজিক আছে। ভেবে দেখুন,তার মা অসুস্থ,তার স্ত্রী কাজ করতে করতে মৃতপ্রায়,তার বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদছে। সে হাত পেতেও আপনার কাছ থেকে সাহায্য পাচ্ছে না। এ মুহূর্তে সে আপনার সবকিছু কেড়ে নেবে,এটাই কি যুক্তিযুক্ত নয়?
তাহলে এটা কেন আমরা মানি না? কেন চোর-ডাকাতকে হাতের কাছে পেলে,পিটিয়ে হাড্ডি গুঁড়িয়ে দেই আমরা???
কারণ,এটা নৈতিকতার বিরুদ্ধে। অতএব,সে যা করছে,এটা তার ফ্রি উইল,তার নিজস্ব ইচ্ছা।
আল্লাহ খুব ভাল করেই জানেন,দূর্বল মূহূর্তে,দূর্বল সময়ে,মানুষ এই ফ্রি উইলের অনুসরণ করবে,সকল নৈতিকতাকে অকাতরে বিসর্জন দেবে। তাই সবার আগে তিনি বলেছেন আত্মসমর্পণ করতে। এটা মেনে নিতে,তার একজন প্রভু আছেন,এবং সেই প্রভুর ইচ্ছার বিরুদ্ধে গেলে সে হয়তো সাময়িক সময়ের জন্য রক্ষা পাবে,কিন্ত at the long run,তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ।
অর্থ্যাৎ,একজন মুসলিম,সবার আগে,তার ফ্রি উইলকে,আল্লাহর কাছে বিসর্জন দেবে;সকল দূর্বল মুহূর্তে,সকল দূর্বল ক্ষেত্রে,সে নিজের ফ্রি উইলের উপর কুরআন আর হাদীসের নির্দেশকে প্রাধান্য দেবে।
এখন,আমরা বলছি,আমরা মুসলিম,আমরা আত্মসমর্পণকারী। অন্যদিকে,কুরআন হাদীস না মেনে,নিজের খেয়াল-খুশিমত,যা মনে আসে তাই করে যাচ্ছি,অর্থ্যাৎ,ঘুরেফিরে সেই ফ্রি উইলেরই অনুসরণ করে যাচ্ছি।
"মুসলিম" হিসেবে দাবী করাটা কি আমাদের মানাচ্ছে???
চারপাশে যথেষ্ট পরিমাণ প্রমাণ,যথেষ্ট পরিমাণ সাক্ষ্য-উপাত্ত,তারপরও "আমি মনে করি","আমার মনে হয়","আমি এটা বিশ্বাস করি" - এই সব কিছুর মূলে হল এই ফ্রি উইল।
এমন কী,mutual কোন conversation-য়ের সময়,সব যুক্তিপ্রমাণ আগাগোড়া নিজের মতের বিরুদ্ধে হলেও "আমি মানব না",এটাও ফ্রি উইল।
আচ্ছা,চোর-ডাকাতেরও তো ফ্রি উইল আছে,তাই না?
এমন কী,তাদের চুরি-ডাকাতের পিছনেও কিন্ত শক্ত লজিক আছে। ভেবে দেখুন,তার মা অসুস্থ,তার স্ত্রী কাজ করতে করতে মৃতপ্রায়,তার বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদছে। সে হাত পেতেও আপনার কাছ থেকে সাহায্য পাচ্ছে না। এ মুহূর্তে সে আপনার সবকিছু কেড়ে নেবে,এটাই কি যুক্তিযুক্ত নয়?
তাহলে এটা কেন আমরা মানি না? কেন চোর-ডাকাতকে হাতের কাছে পেলে,পিটিয়ে হাড্ডি গুঁড়িয়ে দেই আমরা???
কারণ,এটা নৈতিকতার বিরুদ্ধে। অতএব,সে যা করছে,এটা তার ফ্রি উইল,তার নিজস্ব ইচ্ছা।
আল্লাহ খুব ভাল করেই জানেন,দূর্বল মূহূর্তে,দূর্বল সময়ে,মানুষ এই ফ্রি উইলের অনুসরণ করবে,সকল নৈতিকতাকে অকাতরে বিসর্জন দেবে। তাই সবার আগে তিনি বলেছেন আত্মসমর্পণ করতে। এটা মেনে নিতে,তার একজন প্রভু আছেন,এবং সেই প্রভুর ইচ্ছার বিরুদ্ধে গেলে সে হয়তো সাময়িক সময়ের জন্য রক্ষা পাবে,কিন্ত at the long run,তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ।
অর্থ্যাৎ,একজন মুসলিম,সবার আগে,তার ফ্রি উইলকে,আল্লাহর কাছে বিসর্জন দেবে;সকল দূর্বল মুহূর্তে,সকল দূর্বল ক্ষেত্রে,সে নিজের ফ্রি উইলের উপর কুরআন আর হাদীসের নির্দেশকে প্রাধান্য দেবে।
এখন,আমরা বলছি,আমরা মুসলিম,আমরা আত্মসমর্পণকারী। অন্যদিকে,কুরআন হাদীস না মেনে,নিজের খেয়াল-খুশিমত,যা মনে আসে তাই করে যাচ্ছি,অর্থ্যাৎ,ঘুরেফিরে সেই ফ্রি উইলেরই অনুসরণ করে যাচ্ছি।
"মুসলিম" হিসেবে দাবী করাটা কি আমাদের মানাচ্ছে???
No comments:
Post a Comment