Thursday, June 27, 2013

স্তব্ধ করে দেওয়ার মত একটি হাদীস............

একটা হাদীস শুনবেন?

ইবনে উমার রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন বেদুইন এসে বলল,"ইয়া রাসূলুল্লাহ,আমার স্ত্রী একটা কাল ছেলে প্রসব করেছে, অথচ আমার পরিবারে কাল কেউ নেই।"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "তোমার কি উট আছে?"

বেদুইন : "জ্বি আছে।"

রাসূল (সা.) : "সেগুলো কী রঙের?"

বেদুইন : "লাল।"

রাসূল (সা.) : "ওগুলোর মধ্যে কোনটা কি কাল রঙের?"

বেদুইন : "না ইয়া রাসূলুল্লাহ।"

রাসূল (সা.) : "আচ্ছা,খয়েরি রঙের কোনটা আছে না কী?"

বেদুইন : "জ্বি আছে।"

রাসূল (সা.) : "তো তোমার কী মনে হয়,এটা কীভাবে হল?"

বেদুইন : "মনে হয় এটা বংশানুক্রমিক কিছু।"

রাসূল (সা.) : "আমারও মনে হচ্ছে তোমার ছেলের গায়ের রঙ বংশানুক্রমিক কিছু।"

[সুনান ইবনে মাজাহ,কিতাবুন নিকাহ,হাদীস নম্বর ২০০৩,সনদ হাসান]

হাদীসটা পড়ার পর আপনার মনের কী ফিলিংস এসেছে জানি না।

আমি আমার ফিলিংসটা শেয়ার করি।

আল্লাহু আকবার।

আল্লাহই সর্বশ্রেষ্ঠ।

No comments:

Post a Comment