Thursday, June 27, 2013

আল্লাহর অসীম রহমত

গ্লাক্সোস্মিথক্লাইন ওষুধ কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা ২০০৩ সালে স্বীকার করেন,৯০ শতাংশ ওষুধ কাজ করে মাত্র ৩৫ থেকে ৫০ শতাংশ রোগীর ক্ষেত্রে।

এর মানে,

চিকিৎসকদের নির্দেশিত অধিকাংশ ওষুধ অধিকাংশ রোগীর ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকর হয় না!!!

সূত্র : স্বাস্থ্যবটিকা, প্রথম আলো,২২ জুন ২০১৩।

সুবহানআল্লাহ।

আমরা কি এইটুকুও চিন্তা করতে পারি,কী সুবিশাল রহমতের সাগরে আমরা ডুবে আছি?

"অতএব হে জ্বীন ও মানুষ! তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে?" (সূরা আল ওয়াকিয়াহ, আয়াত ৩৪)

No comments:

Post a Comment