Thursday, June 27, 2013

শারীরিক আকর্ষণই কি মুখ্য?

"৪৩ হোক বা ৫৩,আপনাকে লাগবে ৩৩"!!!

অবশ্যই কোন একটা মেয়েলী ফেয়ারনেস ক্রিমের অ্যাড।

আমার নানীর বয়স প্রায় ৬০,আম্মুর ৪৫+।

ওনাদের দেখতে কেমন লাগে,তা নিয়ে আমার বা আমার পরিবারের কারোর কোন মাথাব্যথা আছে বলে মনে হয় না।

কাদের কাছে ওনাদের "লুক" একটা matter হতে পারে?

যাঁদের কাছে তাঁরা অপরিচিত, যাঁরা ওনাদের চেনেন না,তাঁদের কাছেই ওনাদের "বুড়ি বুড়ি" লাগছে, না ইয়াং লাগছে।

এখন একটা প্রশ্ন করি।

অপরিচিত মানুষদের যাঁরা নিজেদের জ্ঞান,প্রজ্ঞা আর বিদ্যা দিয়ে আকর্ষণ করেন,তাঁদের আমরা শ্রদ্ধা করি,সম্মান দিয়ে তাঁদের নাম উচ্চারণ করি।

আর যারা শরীরের নানা আঁকিবুকি দিয়ে মানুষদের আকর্ষণ করতে চায়,তাদের প্রতি আমরা কী দৃষ্টিতে তাকাই,আশা করি সেটা আর এখানে লিখতে হবে না।

এই ফেয়ারনেস কোম্পানিগুলো,বিউটি পার্লারগুলো,আমাদের বোনদের কোন দিকে ডাকছে,তাঁরা কি একটু চিন্তা করে দেখবেন?

No comments:

Post a Comment