Thursday, June 27, 2013

মুসলিম আহলে কিতাব বিবাহ

গতকাল থেকে বেশ কয়েকটা পোস্ট দেখতে পাচ্ছি,যাতে মুসলিম পুরুষের খ্রিস্টান মহিলাকে বিয়ে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

দেখে মনে হচ্ছে বিষয়টা অনেকেই জানেন না।

In general, মুসলিম পুরুষ ও নারী, উভয়কেই মুসলিম নারী ও পুরুষদের বিয়ে করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুশরিকদের বিয়ে করা তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে।

"আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।" [সূরা আল-বাকারাঃ ২২১]

কিন্ত তারপরেও,as an exception, মুসলিম পুরুষেরা আহলে কিতাব নারীদের without conversion বিয়ে করতে পারে,যদি তারা সতী হয় (সোজা বাংলায়, যদি তারা বিয়ের আগে কোন relationship বা fornication-য়ে জড়িত না থাকে)।

"আজ তোমাদের জন্যপবিত্র বস্তুসমূহ হালাল করা হল। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্যে হালাল এবং তোমাদেরখাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।" [সূরা আল-মায়িদাহঃ ৫]

কিন্ত মুসলিম নারীরা আহলে কিতাব পুরুষদের without conversion বিয়ে করতে পারবে না।

আশা করি বিষয়টা সকলের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment