Thursday, June 27, 2013

পিএন জাংশন ও আমরা

পিএন জাংশন (PN Junction),একপাশে পজিটিভ আয়ন বা হোল,অন্যপাশে নেগিটিভ আয়ন বা ইলেকট্রন,মাঝখানে ডিপ্লেশন রিজিওন,যেন ইলেকট্রন হোলের সাথে মিশতে না পারে।

এই পিএন জাংশন ততক্ষণই কাজ করে,যতক্ষণ ডিপ্লেশন রিজিওন exist করে।

আর যখন ডিপ্লেশন রিজিওন ভেঙে যায়,হুড়মুড় করে ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে গিয়ে হোলের সাথে মিশে যায়।

ফলাফল : পিএন জাংশনের ব্রেকডাউন,তথা ধ্বংস।

নারী-পুরুষের পারস্পারিক সম্পর্কটাও ঠিক এই পিএন জাংশনের মত।

যার মাঝে আল্লাহর দেওয়া কিছু বিধান ঠিক ডিপ্লেশন রিজিওনের মত কাজ করে।

যতদিন মানুষ এই বিধানগুলো মেনেছে, ততদিন সমাজ ঠিকমত চলেছে।

এখন আমরা, এই অতিশয় অহংকারী প্লাস নির্বোধ মানবজাতি, আল্লাহর দেওয়া ডিপ্লেশন রিজিওন ভেঙে ফেলেছি।

ফলাফল : একের পর এক পরিমলের আবির্ভাব।

পরিমল নাম্বার টু তো গতকালই আবির্ভূত হয়েছেন।

এখন পরিমল নাম্বার থ্রির জন্য অপেক্ষা।

তবে ভাল করেই জানি, বেশি দিন অপেক্ষা করতে হবে না।

ডিপ্লেশন রিজিওন ভেঙে গেছে, তাকিয়ে তাকিয়ে এই সমাজটার ব্রেকডাউন দেখে যাচ্ছি।

No comments:

Post a Comment