আমরা ইসলামকে ভালবাসি। আমরা জানি,মানি আর গভীরভাবে বিশ্বাস করি,ইসলাম এই দুনিয়ার একমাত্র সত্য ছিল,আছে আর সব সময় থাকবে।
তাই যখন কেউ ইসলামের নামে,ইসলামের ১৪৫০ বছরের ইতিহাসে যা ছিল না,তা জায়েজ করিয়ে নেওয়ার চেষ্টা করে,আমরা ক্ষুব্ধ হয়ে উঠি। প্রতিক্রিয়া দেখাই,সমালোচনায় মুখর হই।
এটা অস্বাভাবিক না,একেবারেই স্বাভাবিক।
কিন্ত আমাদের মাথায় রাখতে হবে,সমালোচনা করতে গিয়ে,প্রতিক্রিয়া দেখাতে গিয়ে,আমরা যেন কুরআন আর হাদীসে যা আছে,আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নির্দেশ দিয়ে গেছেন,যে বাউন্ডারি দিয়ে দিয়েছেন,তার বাইরে চলে না যাই।
আজকে মুসলিমদের মাঝে যে দলাদলি,যে বিভক্তি,তার শুরুটা হয়েছিল ঠিক এইভাবে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে ইসলামকে দুই আঙ্গুল বেশি বুঝতে গিয়ে।
সীরাতে দেখা যায়,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব ভালভাবে তাঁর আশেপাশের প্রত্যেকটা মুনাফিককে জানতেন,চিনতেন। যেখানে মুনাফিকদের কল্লা উড়িয়ে দেওয়াটাই ছিল স্বাভাবিক,সেখানে প্রকাশ্যে একটাবারের জন্যও তিনি কোন মুনাফিককে "হে মুনাফিক" বলে সম্বোধন করেন নি।
আর সহীহ মুসলিমে বর্ণিত তাঁর সরাসরি নির্দেশ তো আছেই,কোন মুসলিম যেন অন্য কোন মুসলিমকে "হে কাফের" বলে সম্বোধন না করে।
শুধুমাত্র এই একটা নির্দেশ না মানার কারণে,গণহারে মুসলিমদের "কাফির" ট্যাগ দেওয়ার কারণে একটা দলের জন্ম,যাঁদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী,তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায়,তারাও তেমনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সেই থেকে তাদের নাম "খারেজি"।
অবশ্যই আমরা প্রতিক্রিয়া দেখাব,সমালোচনা করব,এটা ঈমানের দাবি,করতেই হবে।
কিন্ত,খারেজিদের মত,বা অন্য সেক্টরগুলোর মত,ইসলামকে আল্লাহ আর রাসূলের চেয়ে দুই আঙ্গুল বেশি বোঝার চেষ্টাটুকু বাদ দিয়ে।
তাই যখন কেউ ইসলামের নামে,ইসলামের ১৪৫০ বছরের ইতিহাসে যা ছিল না,তা জায়েজ করিয়ে নেওয়ার চেষ্টা করে,আমরা ক্ষুব্ধ হয়ে উঠি। প্রতিক্রিয়া দেখাই,সমালোচনায় মুখর হই।
এটা অস্বাভাবিক না,একেবারেই স্বাভাবিক।
কিন্ত আমাদের মাথায় রাখতে হবে,সমালোচনা করতে গিয়ে,প্রতিক্রিয়া দেখাতে গিয়ে,আমরা যেন কুরআন আর হাদীসে যা আছে,আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নির্দেশ দিয়ে গেছেন,যে বাউন্ডারি দিয়ে দিয়েছেন,তার বাইরে চলে না যাই।
আজকে মুসলিমদের মাঝে যে দলাদলি,যে বিভক্তি,তার শুরুটা হয়েছিল ঠিক এইভাবে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে ইসলামকে দুই আঙ্গুল বেশি বুঝতে গিয়ে।
সীরাতে দেখা যায়,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব ভালভাবে তাঁর আশেপাশের প্রত্যেকটা মুনাফিককে জানতেন,চিনতেন। যেখানে মুনাফিকদের কল্লা উড়িয়ে দেওয়াটাই ছিল স্বাভাবিক,সেখানে প্রকাশ্যে একটাবারের জন্যও তিনি কোন মুনাফিককে "হে মুনাফিক" বলে সম্বোধন করেন নি।
আর সহীহ মুসলিমে বর্ণিত তাঁর সরাসরি নির্দেশ তো আছেই,কোন মুসলিম যেন অন্য কোন মুসলিমকে "হে কাফের" বলে সম্বোধন না করে।
শুধুমাত্র এই একটা নির্দেশ না মানার কারণে,গণহারে মুসলিমদের "কাফির" ট্যাগ দেওয়ার কারণে একটা দলের জন্ম,যাঁদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী,তীর যেমন ধনুক থেকে বেরিয়ে যায়,তারাও তেমনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সেই থেকে তাদের নাম "খারেজি"।
অবশ্যই আমরা প্রতিক্রিয়া দেখাব,সমালোচনা করব,এটা ঈমানের দাবি,করতেই হবে।
কিন্ত,খারেজিদের মত,বা অন্য সেক্টরগুলোর মত,ইসলামকে আল্লাহ আর রাসূলের চেয়ে দুই আঙ্গুল বেশি বোঝার চেষ্টাটুকু বাদ দিয়ে।
No comments:
Post a Comment