Wednesday, December 18, 2013

মূর্খের বসতি

প্রশ্নঃ আমার একজন পরিচিত আরব, তিনি আরব হবার কারণে বেশ গর্বিত। আমি অনারব, আর সে কারণে তিনি আমাকে ঘুরিয়ে-ফিরিয়ে অবজ্ঞা করেন।

আমি এ কারণে তার উপর বেশ ক্ষেপে আছি, আর আমি তাকে সূরা আল-জুমআর আয়াত "তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন" শুনিয়ে তাকে বুঝিয়ে দিতে চাই যে সে আসলে কিছুই না!

এটা কী গ্রহণযোগ্য, না কী তাঁকে হেয় করার জন্য আমি পাপী হব?

উত্তরঃ

আপনারা দুইজনই মূর্খ!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীরা ছিলেন আরব। এ কারণে আপনি আরবদের ব্যাপারে বাজে কথা বলতে পারেন না।

আর আবু জাহেলও কিন্ত আরব ছিল। তাই "শুধুমাত্র" আরব হবার কারণে কিন্ত গর্বিত হওয়া কোনভাবেই সাজে না।

http://assimalhakeem.net/node/6880

---------------------------------------------------------------------------------

শায়খ আসিম আল-হাকিম মাঝেমাঝেই উত্তর দেবার ক্ষেত্রে কিছু কড়া ভাষা ব্যবহার করেন।

কিন্ত পুরো উত্তরটা পড়ে মনে হল, দুইজনকে "মূর্খ" বলাটা ঠিকই আছে।

সমস্যা একটাই।

এই রকম মূর্খ দিয়ে আমাদের চারপাশটা ভর্তি।

No comments:

Post a Comment