Monday, December 2, 2013

রাজনৈতিক অস্থিরতার চক্র - মুক্তির পথ বেছে নিতে হবে আমাদেরই

আমার একটা অভ্যাস (না কি বদভ্যাস বলব?) আছে। যদি কোন বিষয়ে কোন কিছু ভবিতব্য বলে মনে হয়, তাহলে কেমন যেন একটা দায়সারা গা-ছাড়া ভাব চলে আসে। মনে হয়, "ধুর, এটা ঘটার সম্ভাবনাই বেশি, এত মাথা ঘামিয়ে লাভ কী?"

অস্বীকার করব না, অনেক ক্ষেত্রেই আমার এই "বিজ্ঞ" prediction ভুল প্রমাণিত হয়েছে, তারপরও কেন যেন এই অভ্যাস (না বদভ্যাস?) ছাড়তে পারি না।

এই যে গত কয়েক দিন ধরে নিয়মিত সহিংসতায় মানুষের মৃত্যুর খবর শুনছি, আর প্রায় প্রতিদিনই তো টিভিতে শাহবাগের পুড়ে যাওয়া মানুষদের দেখছি, তাঁদের স্বজনদের আহাজারি শুনছি। মন খারাপ হয়, কিন্ত কেন যেন মনকে ঐভাবে ছুঁতে পারে না।

কারণ, জানি যে যা ঘটছে, তার পিছনের মূল কারণ আমরা নিজেরা।

অবাক হচ্ছেন?

নিচের কথাগুলো পড়ে দেখুন।

"সর্বশক্তিমান আল্লাহর জ্ঞানের অন্যতম নিদর্শন হল এই যে, তিনি তাঁর দাসের উপর এমন শাসক নিযুক্ত করে দেন, যাঁরা তাঁদের (শাসক) কর্ম ও সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের দ্বারা শাসিতদের কর্ম ও সিদ্ধান্তের প্রতিফলন ঘটান।

☛ তারা (শাসিত) যদি হক্বের (আল্লাহর দেওয়া হুকুম-আহকাম) উপর অটল থাকে, তাহলে তাদের শাসকরাও হক্বের উপর অটল থাকবেন। আর তারা যদি হক্বের পথ থেকে সরে যায়, তাদের তাদের শাসকরাও অনুরূপভাবে হক্বের পথ থেকে সরে যাবেন।

☛ তারা যদি নিজেদের এবং অন্যদের উপর জুলুম করতে থাকে (নিয়মিত পাপে নিমজ্জিত হওয়াই ইসলামে নিজের উপর জুলুম), তাহলে তাদের শাসকও তাদের উপর জুলুম করতে শুরু করবেন।

☛ তারা যদি প্রতারণায় অভ্যস্ত হয়ে পড়ে, তাদের শাসকও তাদের সাথে প্রতারণা করবেন। এরই সাথে, তারা যদি একে অন্যের অধিকার প্রদানে গড়িমসি শুরু করে আর কৃপণতার আশ্রয় নেয়, তাদের শাসকও অনুরূপভাবে তাদের অধিকার প্রদানে গড়িমসি শুরু করবেন আর তাদের ক্ষেত্রে কৃপণতার আশ্রয় নেবেন (অর্থ্যাৎ জনকল্যাণে সামান্য অর্থই ব্যয় করা হবে)।

☛ তারা যদি দূর্বলদের সম্পত্তি, যা কোনভাবেই তাদের প্রাপ্য নয়, হরণ করতে শুরু করে, তাহলে তাদের শাসক তাদের উপর একের পর এক কর চাপিয়ে দিবেন।

☛ আর দূর্বলদের কাছ থেকে যতটুকুই অন্যায়ভাবে ছিনিয়ে নিক না কেন, তাহলে তাদের শাসক তাঁর ক্ষমতা দিয়ে সেই সম্পত্তি তাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। 

সোজা কথায়, শাসকেরা হবেন তাদের নিজেদের প্রতিফলন।"

না, কথাগুলা আমার না। কথাগুলা ইমাম ইবনুল কায়্যিমের।

একটু নিজেদের দিকে তাকিয়ে দেখি তো, এই কাজগুলো কি আমাদের আশেপাশে ঘটছে? 

তারচেয়েও বড় কথা, আমরা নিজেরা, প্রত্যেকে, কি এই কাজগুলোর সাথে জড়িত?

উত্তর আমরা সবাই জানি বলেই মনে হয়।

আমাদের অনেকেরই প্রশ্ন, কী করলে এই রাজনৈতিক অস্থিরতার চক্রের হাত থেকে আমরা মুক্তি পাব?

উত্তর আসলে একেবারেই সোজা। নৈর্বক্তিক প্রশ্নের মত, দুটো অপশন থেকে আমাদের একটা বেছে নিতে হবে।

এক, নিজেরা যা খুশি, যেভাবে খুশি, সেভাবেই চলা।

দুই, আল্লাহর কাছে তওবা করে নিজেদের সংশোধন করা, কুরআন হাদীসের আলোকে নিজেদের জীবন পরিচালিত করা।

দ্বিতীয়টার পরিণতি, এই ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার চক্র, যা স্বাধীনতার পর থেকে আমাদের দেশকে কুরে কুরে খাচ্ছে, ইনশাআল্লাহ, তার থেকে মুক্তিলাভ।

প্রথমটার পরিণতি, আমরা যেমন যেভাবে খুশি সেভাবে চলব, ঠিক তেমনিভাবে আমাদের শাসকেরাও যেভাবে খুশি সেভাবেই চলবেন!

পছন্দ এখন আমাদের।

আর সেই অনুযায়ী কর্মফলটাও ভোগ করতে হবে আমাদের।


No comments:

Post a Comment