"হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। আর শয়তানের পদাংক অনুসরণ কোর না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।"
এক শুক্রবারে শায়খ শহীদুল্লাহ মাদানী আমাদের মসজিদে খুতবা দিতে এসে সূরা বাকারার এই আয়াতটার উপর অসম্ভব সুন্দর একটা আলোচনা করেছিলেন।
তিনি বলেছিলেন,
"এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের ১০০% ইসলাম পালন করতে বলেছেন। ৭০% না, ৮০% না, ৯০% না, পুরো ১০০%। আর এই ১০০% ইসলাম ভিত্তি হচ্ছে কুরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ।
অর্থ্যাৎ আমরা যাই করি না কেন, তার মূল ভিত্তি কুরআন আর হাদীসে থাকতে হবে।
আর এর বাইরে আমরা যাই করি না কেন, তার প্রত্যেকটা হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ করা।
যেমন, আপনার কাজকর্মের ৬০%-এর ভিত্তি যদি হয় কুরআন আর হাদীস, তাহলে বাকী ৪০% হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ।
আপনার কাজকর্মের ৫০% যদি হয় কুরআন আর হাদীসের অনুসরণ, তাহলে বাকী ৫০% হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ।"
খুব সোজা বাংলায়, আমরা যাই করি, আর যাই বলি, তার সমর্থন যদি কুরআন এবং হাদীসে থাকে, এবং সহীহ আক্বীদার আলেমগণ যদি তার ব্যাপারে হ্যাঁ-বাচক উত্তর দিয়ে থাকেন, তাহলে সেটা ইসলামে অনুমোদিত।
আর যদি তা না হয়, তাহলে সেই জিনিসের ব্যাপারে আপনার যতই আবেগ থাক না কেন, আর যতই আপনার বাপ-দাদা চৌদ্দগোষ্ঠী পালন করে থাক না কেন, সেটা আর কিছুই না, আল্লাহর দেওয়া সংজ্ঞা অনুযায়ী, শয়তানের পদাংক অনুসরণ।
এক শুক্রবারে শায়খ শহীদুল্লাহ মাদানী আমাদের মসজিদে খুতবা দিতে এসে সূরা বাকারার এই আয়াতটার উপর অসম্ভব সুন্দর একটা আলোচনা করেছিলেন।
তিনি বলেছিলেন,
"এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের ১০০% ইসলাম পালন করতে বলেছেন। ৭০% না, ৮০% না, ৯০% না, পুরো ১০০%। আর এই ১০০% ইসলাম ভিত্তি হচ্ছে কুরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ।
অর্থ্যাৎ আমরা যাই করি না কেন, তার মূল ভিত্তি কুরআন আর হাদীসে থাকতে হবে।
আর এর বাইরে আমরা যাই করি না কেন, তার প্রত্যেকটা হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ করা।
যেমন, আপনার কাজকর্মের ৬০%-এর ভিত্তি যদি হয় কুরআন আর হাদীস, তাহলে বাকী ৪০% হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ।
আপনার কাজকর্মের ৫০% যদি হয় কুরআন আর হাদীসের অনুসরণ, তাহলে বাকী ৫০% হচ্ছে শয়তানের পদাংক অনুসরণ।"
খুব সোজা বাংলায়, আমরা যাই করি, আর যাই বলি, তার সমর্থন যদি কুরআন এবং হাদীসে থাকে, এবং সহীহ আক্বীদার আলেমগণ যদি তার ব্যাপারে হ্যাঁ-বাচক উত্তর দিয়ে থাকেন, তাহলে সেটা ইসলামে অনুমোদিত।
আর যদি তা না হয়, তাহলে সেই জিনিসের ব্যাপারে আপনার যতই আবেগ থাক না কেন, আর যতই আপনার বাপ-দাদা চৌদ্দগোষ্ঠী পালন করে থাক না কেন, সেটা আর কিছুই না, আল্লাহর দেওয়া সংজ্ঞা অনুযায়ী, শয়তানের পদাংক অনুসরণ।
No comments:
Post a Comment