Wednesday, October 16, 2013

বুঝতে কি পারো?

ছাগল তিনটার কোরবানী করা শেষ। মালা আপা (আমাদের বাসার কাজের লোক) রক্ত ধুয়ে ফেলছেন,যেন ছাদের মেঝেতে রক্ত জমাট বেঁধে না যায়।

দুটো ছাগলের রক্ত পরিষ্কার করতে ৪-৫ মিনিট টাইম লাগল। তারপর আপা গেলেন তিন নম্বর ছাগলটার কাছে। খুব স্বাভাবিকভাবেই আমিও সেই দিকেই তাকালাম।

তাকিয়ে দেখি,তরল রক্তের মাঝে লাল টকটকে কাপড়ের মত একটা কিছু পরে আছে।

আপাকে বললাম,"আপা,দেখেন তো ঐটা কী?"

আপা বললেন,"আর কিছু না ভাইয়া। রক্ত জমাট বেঁধে গেছে।"

আমি পুরো থ হয়ে গেলাম।

আপা বিষয়টা খোলাসা করে দেওয়ার পরও,তখনও আমার কাছে মনে হচ্ছিল যে লাল টকটকে একটা কাপড় মেঝেতে পরে আছে!

আসলে আল্লাহর অস্তিত্ব,তাঁর জ্ঞান,তাঁর রহমত,এগুলো বুঝতে আসলে তেমন কিছুই লাগে না।

শুধু দুইটা চোখ লাগে।

আর সেই চোখ দুইটা দিয়ে চারপাশে ঘটা ঘটনাগুলো হৃদয় দিয়ে অনুভব করা লাগে।

No comments:

Post a Comment